সন্তান যখন ব্যাবসায়িক পণ্য।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৫ নভেম্বর, ২০১৩, ১০:০১:৪৪ রাত
আমার আন্টি তার ছেলেকে খুব ঝারতেছে কেন
জানি। এই মুহুর্তে আমি গিয়ে উপস্থিত।
স্বভাবতই বিচারের ভার আমার উপর
পড়ল। ....
আন্টি : দেখ তোমার ছোট ভাইয়ের অবস্থা।
পরীক্ষায় খুব খারাপ করছে। এখন কি করবা কর
তুমি।
আমি : (ছোট ভাইকে) কিরে কোন সাবজেক্ট?
ছোট ভাই : গণিত।
আমি : কত পাইছস?
ছোট ভাই : 92।
আমি : বলিস কি! তুই তো ফাটায়ে ফেলাইছিস
রে। আমি আমার জীবনে কোন পরীক্ষায় এত
মার্ক পাইনি।
আন্টি : এই খবরদার। কোন লায় দিবি না।
এটা কোন মার্ক হল? ঠিক মত পড়বি না। বড়
হয়ে করবি কি? খাবি কি করে?
আমি : আন্টি টেনশন লইয়েন না। এই ছেলে বড়
হয়ে ভাল কিছু করবে। আপনাদের সুখে রাখবে।
আন্টি : আমার হাজব্যান্ড আমি দুজনই
চাকরি করি। ভাবিস না ওর উপর ডিপেন্ড
করব।
আমি : তো সমস্যা কি?
আন্টি : আরে মান সম্মান
নিয়ে টানাটানি লেগে গেছে। পাশের বাড়ির
ছেলেটা পেয়েছে 96। এখন তাদের কাছে মুখ
দেখাব কিভাবে?
এইবার বের হইছে আসল ঘটনা। আসল
ঘটনা হইল প্রতিযোগিতা আর মানসম্মান।
সন্তান যেন একটা ব্যাবসায়িক পণ্য।
একে দিয়ে মানসম্মানের মুনাফাটা আরেকটু
বাড়িয়ে নিতে হবে।
অথচ এমনটা হওয়ার কথা ছিল না। সন্তান
লালনপালনের উদ্দেশ্য হবে আল্লাহর
সন্তুষ্টি অর্জন, পরকালীন মুক্তি।
মানুষের মৃত্যুর পর তার আমলনামা বন্ধ
হয়ে যায়। কিন্তু কেউ যদি নেক সন্তান
রেখে যায়, সন্তান যত ভাল কাজ করবে তার
সওয়াবের অংশীদার পিতামাতাও হবে।
তাই প্রত্যেক পিতামাতার উচিত এই
চিন্তা মাথায় রেখে সন্তান লালনপালন করা।
কিন্তু আমরা এখন সন্তান লালনপালন
করি পাশের বাড়ির ছেলেটির
সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে। যেন
আমরা বুক ফুলিয়ে, মুখ বাঁকিয়ে বলতে পারি,
হুহ আমার ছেলে এত্তো মার্ক পেয়েছে।
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন